নির্বাচন করবেন না অলি আহমদ

Must Read

নিউজ ব্যাংক বাংলা :

আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
নিজের সন্তানকে আগামী নির্বাচনে নিজ সংসদীয় আসনে এলাকাবাসীর সেবায় নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‌
তিনি গত শনিবার (১২ অক্টোবর) প্রায় মধ্য রাতে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার সাতকানিয়া আংশিক ধর্মপুর ইউনিয়নে বণিক পাড়া দুর্গা মণ্ডপে সনাতনী সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের বক্তব্যকালে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমি আমার ছেলের উপর অর্পণ করলাম। “
“আপনারাও আমার ছেলের দায়িত্ব নিতে পারবেন কিনা” – এমন প্রশ্ন রেখে উপস্থিত নেতাকর্মীদের হাত তুলে দেখাতে বলেন অলি আহমদ। এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা হাত তুলে দায়িত্ব নেওয়ার ওয়াদা করেন।

ড. কর্ণেল ( অব.) অলি আহমদ বীর বিক্রমের আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি তাঁর বক্তব্য কালে সমবেত সাংবাদিক সুকান্ত বিকাশ ধর নিজ কানে শুনেছেন বলে জানান।
সাংবাদিক সুকান্তের মুঠোফোনে ধারণ কৃত ভিডিও ফুটেজ থেকে জানা যায়, পূজা মন্ডপ পরিদর্শন করে এলডিপি সভাপতি অলি আহমদ বলেন, আমি আর নির্বাচন করব না। সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আজ আমি আপনাদের সম্মুখে আমার ছেলেকে নিয়ে এসেছি। সে আমেরিকা-লন্ডন থেকে লেখাপড়া করেছে। তাকে আপনাদের জন্য তৈরি করেছি। সে ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। তাঁর স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের চিন্তা হচ্ছে আমার স্থলাভিষিক্ত কে হবেন ? আপনাদের কে ছায়া দেবে ? ইনশাআল্লাহ সে আপনাদের খেদমত করবে। আর আমি যতদিন বেঁচে থাকব আমিও আগের মত আপনাদের ছেড়ে যাব না । 

  অলি আরও বলেন, সঠিক সময়ে দায়িত্ব হস্তান্তর করা উত্তম। এর মধ্যে সে ভুল করলে আমি ঠিক করে দিতে পারব। ‘ অলি আহমদ বলেন, দীর্ঘ ১৫ বছর আমি এই এলাকায় আসিনি। আমি যদি আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসতাম তাহলে, আমার সাথে যেসব নেতাকর্মীরা আসতো তাদেরকে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার গ্রেপ্তার করে কারাগারে পাঠাতো। আমি আমার নেতাকর্মীদের বিপদে ফেলতে চাইনি বলে আপনাদের মাঝে আসা থেকে বিরত থেকেছি।

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালীন বক্তব্যে “শেখ হাসিনার পরিবারের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই” উল্লেখ করে ড. অলি আহমদ বলেন , “শেখ হাসিনা পরিবারের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব পাকিস্তানে ছিল। আর শেখ হাসিনাও তাঁর পরিবার ছিল তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর আশ্রয়ে। সেসময় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা আর মুক্তিযুদ্ধের চেতনার গল্প শোনায় আওয়ামী লীগ। এগুলো কি মানা যায়? শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেননি। সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণার জন্য আমাকে বলা হয়েছিল। তখন মেজর জিয়াউর রহমান আমার সিনিয়র ছিলেন। তাই আমি তাকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করার জন্য অনুরোধ করেছিলাম। তার প্রমাণ আমার কাছে এখনও আছে। আপনারা চাইলে সেটি দেখতে পারেন।”

অলি আহমদ বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার একটি কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এমতাবস্থায় কেউ যদি আপনাদের এখানে এসে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের আটক করে আইনের হাতে তুলে দিবেন। যে কোনো প্রয়োজনে আমি, আমার ছেলে ও এলডিপি’র নেতাকর্মীরা আপনাদের পাশে থাকব। 

দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও কর্ণেল অলির ছেলে অধ্যাপক ওমর ফারুক সানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল , সহ-সভাপতি এ জি এম শাহজাহান, সাতকানিয়া উপজেলা  সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভার সভাপতি আইনুল কবির, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিন ভুট্টো, এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মো. নুরুন্নবী, আনিসুর রহমান সিকদার, দেলোয়ার হোসেন দেলু , জসিম উদ্দিন , আলী আকবর, মো.সেলিম উদ্দিন প্রমুখ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img