নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
প্রায় শতাধিক ছিন্নমূল ও দুস্থের হাতে ইফতার তুলে দিয়ে অনন্য এক প্রাণের ‘বন্ধু সম্মিলন’ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রাণের উচ্ছাসে ব্যাচের বিভিন্ন পেশায় সক্রিয় থাকা শিক্ষার্থীরা একসাথে বসে ইফতারও করলেন । চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে শতাধিক বন্ধুর অংশগ্রহণে শুক্রবার ২২ মার্চ অনুষ্ঠিত হয় আয়োজনটি । এতে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে দারুন আনন্দ আড্ডায় মাতেন বিশ্ববিদ্যালয়ের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক এর পর–
‘চবি ৩৯তম ব্যাচ কার্যনির্বাহী কমিটি’র সভাপতি রাশেদ এইচ চৌধুরী অনুষ্ঠানে আসা সবাইকে কৃতজ্ঞতা জানান । তিনি বলেন, ‘বন্ধুদের ঐক্যবদ্ধ হয়ে সমাজে ভালো কাজের উদাহরণ তৈরি করতে হবে। ভালো কাজগুলো এগিয়ে নিতে হবে আমাদের। এমন আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব আরো দৃঢ় হবে।’
রাজেশ চৌধুরী , ব্যাচের সাধারণ সম্পাদক সুখে-দুঃখে ব্যাচের বন্ধুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জামায়াত..শিবিরের রাজনীতি, আওয়ামীলীগ ও নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )