নিউজ ব্যাংক বাংলা:
প্রতিবছর বিচারবহির্ভূত হত্যা সহ গুলিতে এক হাজার মানুষ মারা যায় আমেরিকায়। তার ৯৮.৩% এর কোনো বিচার হয় না । মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যদি যথার্থ হতো তাহলে গাজার গণহত্যা নিয়ে পক্ষপাতিত্ব তাদের থাকত না।
অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এ কথা বলেন।
একাত্তর টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন । টকশোতে অন্যদের মধ্যে আলোচন উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল।
ক্যাপিটাল হিলে হামলার মাধ্যমে বোঝা গেল যে গণতন্ত্র তাদের কত নড়বড়ে।
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মূলত আমাদের বিভাজনের সুযোগ নেন মার্কিনীরা। তাদের এদেশের এজেন্টদের দেওয়া বিভ্রান্তির উপর তারা হয়তো সিদ্ধান্ত নেন।
মার্কিন যুক্তরাষ্ট্র কি , তাদের পলিসি কি, তা আসলে অনেকাংশে তাদের নাগরিকটাও বুঝেন না। আমি নিজেও মার্কিনে পড়ালেখা করেছি , আমিও তাদের বুঝিনা।