শপথ নিলেন প্রধানমন্ত্রী সহ এমপিরাঁ : বিরোধী দল‌ নিয়ে ধোঁয়াশা

Must Read

নিউজ ব্যাংক বাংলা :
দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিতরা শপথ নিলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নবনির্বাচিত সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের আগে জাতীয় সংসদের জামে মসজিদের পেশ ইমাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।।

অতঃপর নিয়ম অনুযায়ী স্পিকার নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেন ।‌ পরে তিনি প্রধানমন্ত্রীসহ নব নির্বাচিতদের সকল বাক্য পাঠ করান।
এই শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ ভবনে সকাল দশটা সাত মিনিটে শুরু হয়। ‌

শপথ এর পর স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা -নিউজ ব্যাংক বাংলা

সকাল থেকেই জাতীয় পার্টির‌‌ নির্বাচিত সদস্যরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন কিনা তা নিয়ে নানা প্রশ্ন ছিল অনেকের মনে । সংসদের বিরোধীদলীয় নেতা কে হতে যাচ্ছেন, জাতীয় পার্টি কি বিরোধীদল হচ্ছে , নাকি স্বতন্ত্র সদস্যদের থেকে একটি মোর্চা গঠিত হয়ে বিরোধী নেতা,

নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী স্বতন্ত্রদের নিয়ে একটি মোর্চা করার আভাস দেন

উপনেতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা বন্টন হচ্ছে, তা নিয়ে কৌতুহলের কমতি ছিল না । শেষ খবর পাওয়া পর্যন্ত এসব প্রশ্নের জবাব মিলেনি। অনুষ্ঠানের এক টিকেট মিনিট পূর্বেই জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্ত হওয়ায় জাতীয় পার্টির

সংসদে অংশীদারিত্ব নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর স্বতন্ত্র ৬১ জন সদস্য শপথ গ্রহণ করেন । তাদের মধ্য থেকে জোট করা হবে কিনা এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে দফায় দফায় নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী স্বতন্ত্রদের নিয়ে একটি মোর্চা করার আভাস দেন।‌ গণমাধ্যমের তরফ থেকে প্রবীণ নেতা ও নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও অভিন্ন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অনেকটা এড়িয়ে যান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img