পেকুয়ার অষ্টাদশী কর্ণফুলীতে : বাসা খুঁজতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার

Must Read

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম ডেস্ক :

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় বাসা খুঁজতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় তরুণী­র খালার দায়ের করা মামলায় মো. আকাশ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আছে আরও ৬ জন।

 বৃহস্পতিবার ১৯ জানুয়ারি  রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজারের পেকুয়ায় নিজবাড়ি থেকে ১৮ জানুয়ারি সকাল ৭টার দিকে বড় ভাইয়ের বাসায় বেড়াতে বের হন ১৮ বছর বয়সী ওই তরুণী। কিন্তু শুক্রবার ওই তরুণীর খালাকে ফোন করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি বলে জানান। এতে তরুণীর খালা ছুটে গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। পরে থানায় মামলা দায়ের করেন তিনি।

মামলার এই বাদী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পেকুয়া থেকে চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় এসে নামেন ওই তরুণী। এ সময় মো. শওকত নামের এক মাহিন্দ্রা চালকের সঙ্গে পরিচয় হয় তার। ভুক্তভোগী তরুণী শওকতকে গার্মেন্টসে চাকরির আগ্রহের কথা জানিয়ে একটি বাসা খুঁজে দেওয়ার অনুরোধ করেন। এতে মাহিন্দ্রা চালক বাসা খোঁজার জন্য তার বান্ধবী বিলকিছ আক্তার ও ইমন নামের এক বন্ধুকে ফোন করে মইজ্জ্যারটেক মোড়ে ডেকে নেন।

পরে ভুক্তভোগী তরুণীসহ ঐদিন সন্ধ্যার দিকে পায়ে হেঁটে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় বাসা খুঁজতে থাকেন তারা। রাতে সাড়ে ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা বাকিদের মারধর করে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে পাশের একটি বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে খোলা মাঠে ধর্ষণ করে তারা।

ভুক্তভোগী তরুণীর সঙ্গে থাকা বিলকিস মইজ্জ্যারটেক মোড়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান চালায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন । তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও এক আসামিকে আটক করা হয়। শুক্রবার এই ঘটনায় মামলা দায়ের হয়।

ভুক্তভোগী তরুণীর খালা বাদী হয়ে যে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন, তাদের গ্রেপ্তার অভিযান চলছে। ভুক্তভোগী তরুণী চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!

এই মামলায় পলাতক আসামিরা হলো-শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আহম্মেদের ছেলে ওমর ফারুক (২৩), ৩ নম্বর ওয়ার্ডের রাজ্জাকের ছেলে মো. রাজু (২৪), মামুনের ছেলে সাকমান (২০), মৃত সুলতান মাঝির ছেলে মো. সোলেমান (২৩), নুরুল আমিনের ছেলে জোবাইদ (২৩) এবং মৃত শেখ আহম্মদের মো. ছেলে আসিফ (২৩)।

অনেকটা অভিন্ন ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঠিক ২০২২ ইংরেজির প্রথম সপ্তাহে।‌ভাড়া বাসা খুঁজতে গিয়ে এক বিউটি পার্লার কর্মী সেময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে। সেই ঘটনায়ও সাথে সাথেই অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img