নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (চবিসাফ) এর সভাপতি ও প্রতিষ্ঠাতা মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরীর ছোট ভাই আবু সেলিম চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ মে ২০২৪ রোববার সকালে ইন্তেকাল ( ইন্নালিল্লহে ওয়া ইন্না ইলাহির রাজেউন ) করেন ।
তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী বীর মুক্তিযোদ্ধা ডা এ এম জাকেরিয়া চৌধুরীর পুত্র।
দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধিতে ফেয়ারহ্যাল্থ হাসপাতাল, মেডিকেল সেন্টার ও চট্টগ্রাম মেডিেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সেলিম চৌধুরীকে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জামাল খান এলাকার আস্কার দীঘির দক্ষিণ পাড় শতদল ক্লাব মাঠে বাদ আসর নামাজ জানাযা শেষে কদম মোবারক কবরাস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক শাহীন চৌধুরীর ছোট ভাই আবু সেলিম চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের( সিইউজে) সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
দেশপ্রেমে প্রত্যয়দীপ্ত অনলাইন নিউজ পোর্টাল নিউজ ব্যাংক বাংলা এবং নিউজ ব্যাংক টিভি’র পক্ষ থেকেও গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
সেলিম চৌধুরী’র কুলখানি বৃহস্পতিবার দোস্ত কলোনীতে :
আবু সেলিম চৌধুরীর কুলখানি আগামীকাল ২৩মে বৃহস্পতিবার বাদ এশা’য় আসখার দীঘির দক্ষিণ পাড়স্থ দোস্ত কলোনী নিজ বাসভবনে অনুস্টিত হবে। কুলখানি ও ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআান, মিলাদ মাহফিল, কবর জেয়ারত,বিশেষ মোনাজাতে মাগফিরাত কামনা ও জেয়াফতে অনুষ্ঠিত হবে।