ছরোয়ার আলম, নিউজ ব্যাংক বাংলা ডট কম।
আগামী ৭ চৈত্র মোতাবেক ২১ মার্চ, ২০২৪ ইং বৃহষ্পতিবার অনুষ্ঠিতব্য মহাত্মা সম্মেলনকে সামনে রেখে রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ)’র উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়
সুলতানুল আরেফিন, শাহছুফি মাওলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ রাহে ভাণ্ডারী (ক.)’র রওজা প্রাঙ্গণে।
.
উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহাত্মা সম্মেলন তথা ইউনিভার্সেল ছুফি ফ্যাষ্টিবলের আয়োজক ও রাহে ভান্ডার এনোবল এওয়ার্ডের প্রবর্তক
হযরতু আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ
( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম )।
.
এ সভায় আসন্ন মহাত্মা সম্মেলন যথাযথ ভাবে আয়োজনের লক্ষ্যে
ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোছাইন শাহকে চেয়ারম্যান ও শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডুকে মহাসচিব করে ১৩ সদস্য বিশিষ্ট মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদ ২০২৪ ঘোষিত হয়।
.
সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা ছৈয়দ বশির আহম্মদ মনির সঞ্চালনায় গতকাল ৫ ফেব্রুয়ারী (সোমবার) আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন রাআপ’র সভাপতি- চট্টগ্রাম দরবার শরিফের মোন্তাজেম শাহজাদা ডাক্তার ছৈয়দ আরেফ হোছাইন শাহ।
.
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের মোন্তাজেম শাহজাদা ছৈয়দ শরীফ হোছাইন শাহ। সভায় অন্যান্যের মাঝে পরিষদের সম্পাদক ও সদস্যবৃন্দ ছিলেন শরিক- শামিল।
.