নিউজ ব্যাংক বাংলা , চট্টগ্রাম :
চট্টগ্রাম লেখিকা সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে । মাসিক এক সাহিত্য সভায় পূর্বের কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে সাহিত্য সভাটি অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকছেন অধ্যক্ষ আনোয়ারা আলম,খালেদা আউয়াল ও এলিজাবেথ আরিফা মোবাশ্বিরা।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
ঘোষিত কমিটিতে রয়েছেন যথাক্রমে সভাপতি – জিনাত আজম সহ-সভাপতি-তহুরীন সবুর ডালিয়া, ফরিদা ফরহাদ, প্রফেসর সালমা রহমান, সাবিহা মুসা,সাধারণ সম্পাদক- সৈয়দা সেলিমা আক্তার, সহ-সাধারণ সম্পাদক- কাজী রুনু বিলকিস, রুমি চৌধুরী,কোষাধ্যক্ষ-নুসরাত সুলতানা,সহ-কোষাধ্যক্ষ – আয়েশা পারভীন চৌধুরী, সাহিত্য সম্পাদক-মেহেরুন্নেসা রশীদ, সহ-সাহিত্য সম্পাদক – মৃণালিনী চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক – মর্জিনা আকতার, সহ-সাংস্কৃতিক সম্পাদক – সুবর্ণা দাশ মুনমুন,প্রচার সম্পাদক – কোহিনুর সাকী,সহ-প্রচার সম্পাদক – মেহের আফরোজ হাসিনা, সাংগঠনিক সম্পাদক – জান্নাতুল ফেরদৌস, সহ-সাংগঠনিক সম্পাদক – তাহেরা বেগম, কার্যকরী সদস্য – জেসমিন ইসলাম, আলেয়া চৌধুরী, বদরুন্নেসা সাজু, কুসম ভাণ্ডারী।