নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
হাদিস শরিফে বর্ণিত হয়েছে—শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তাঁর উম্মাতকে ক্ষমা করে দেন। কিন্তু সাত শ্রেণির মানুষের জন্য কোনো ক্ষমা বা কল্যাণের অংশ থাকে না। আসুন জেনে নিই সেই সাত
শ্রেণির হতভাগ্য কারা-
# জাদুকর
# মদ্যপানকারী বা নেশাকারী
# যিনাকারী তথা ব্যভিচারী ব্যক্তি
# আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
# পিতা-মাতার অবাধ্য সন্তান
# গীবত বা পরনিন্দাকারী
# (দান ও কল্যাণের) কৃপণ এবং ওই হিংসুক ব্যক্তি যে তিন দিনের বেশি অপর মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ রাখে। এদের কখনো মাফ করা হয় না।
#হে আল্লাহ, আমাদের #হেফাজত করুন। মহিমান্বিত এ রাতের উসিলায় আমাদের #ক্ষমা করে দিন, আমিন।
( সাংবাদিক সাইফুল আলমের ফেসবুক ওয়াল থেকে)
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!