সাজিয়া শাওন, বার্তা ডেক্স, নিউজ ব্যাংক বাংলা:
নারায়ণগঞ্জের রুপগঞ্জস্থ চনপাড়া দরবার শরীফে ঐতিহাসিক ১০ই মহরম উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়। হযরত ইমাম হোসাইন ও অপরাপর আহলে বায়ত আলাইহিসসালামগণের স্মরণে গতকাল ২৯ জুলাই শনিবার রাত ব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র সম্মানিত প্রচার সম্পাদক আলী আকবর শাহ, শাহ সাহেব আল কাদরী হুজুর, পীর সাহেব আকবরিয়া দরবার শরীফ। আরো উপস্থিত ছিলেন বিটিপি’র রুপগন্জ থানার সভাপতি আফসার উদ্দিন ভুইয়া সহ উক্ত চনপাড়া দরবার শরীফের অন্যান্য মুরিদ ও আশেকান।
মাহফিল পরিচালনা করেন দরবারের গদীনশীন পীর খাজা নিজামুদ্দীন চিশতী।
মাগরিবের নামাজের মাধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে জিকির ও পরবর্তীতে মিলাদ কেয়াম সেমা বা কাওয়ালী গান পরিবেশিত হয়। ফজরের নামাজের পর তবারক বিতরন ও অজিফা তালিমের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘটে।
সূত্র: বিজ্ঞপ্তি