রূপসী কৃষ্ণচূড়া : চম্পা চক্রবর্তী
চন্দ্রিমাতে বিকেলবেলা
লেকের পাড়ে হাঁটা-খেলা।
কৃষ্ণচূড়ার ছায়া তলে
মৃদু হাওয়ায় মন দোলে
লালে লাল রঞ্জিত
সারি সারি সজ্জিত।
নেই পাতা আছে ফুল
ধরেছে লাখো মুকুল।
মগডাল কেড়ে নেয় দৃষ্টি
ফুলে ফুলে অপূর্ব সৃষ্টি!!
পরিচিতি
চম্পা চক্রবর্তী
পেশা : শিক্ষকতা
গ্রাম : এনায়েতপুর, হাটহাজারী
নিবাস : দেওয়াঞ্জী পুকুর পাড়, চট্টগ্রাম
উপদেষ্টা সম্পাদক : রিয়াজ হায়দার চৌধুরী