নিউজ ব্যাংক বাংলা:
চট্টগ্রামের মেডিকেল ট্যুরিজম খাতের বিকাশ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আভ্যন্তরীণ ও বৈদেশিক মেডিকেল ট্যুরিজম খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং দেশি-বিদেশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে করণীয় পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
গত ২৬ মার্চ ২০২৫ স্থানীয় একটি রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আউটবাউন্ড ট্যুরস অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর মেডিকেল ট্যুরিজম উইংয়ের চেয়ারম্যান কাউসারুল হক খান। বিশেষ অতিথি ছিলেন টার্কিশ হেলথ কেয়ার ও ট্যুরিজম কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি ডা. রাশেদুল হাসান, এক্স লিমিটেড (এমি) এর নির্বাহী পরিচালক কাজী আরিফুল হাসান, বোটোয়ার সিনিয়র সদস্য মো. শাহদাৎ রশীদ (আপন) এবং রবিন লাল প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মেডিবন্ধু-এর প্রতিষ্ঠাতা ও সিইও সুকদেব সাহা, আইকন ট্যুরস অ্যান্ড কনসালটেশনের কর্ণধার রতন দাশ, এবং ট্রাভেল লিংকস-এর কর্ণধার মুহাম্মদ নোমান লিটন প্রমুখ।
এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের মালিক এবং হাসপাতাল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম শিল্পের সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ, সাধারণ পর্যটনের সঙ্গে স্বাস্থ্যসেবা সংযুক্তির সম্ভাবনা এবং চিকিৎসা ও স্বাস্থ্য খাতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের মেডিকেল ট্যুরিজম খাতকে আরও বিকশিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এই খাতের প্রসারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
