নিউজ ব্যাংক বাংলা:
পররাষ্ট্রমন্ত্রী কে এ কে এম আব্দুল মমিন সুশীল সমাজকে চায়ের দাওয়াত দেওয়ার তাগিদ দিয়েছেন। সেই তাগিদকে ইতিবাচক মনে করলেও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘সুশীল সমাজকে ও মানবাধিকারকে তাঁরা উচ্ছিষ্ট রূপে উপস্থাপন করেছেন। তবে এবারের ভোটের একটি অর্জন হল মাননীয় মন্ত্রীর টকশোতে আজ আলোচনায় নরম শুর মনে হল । ’
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
৫ জানুয়ারি বৃহস্পতিবার ৭১ টেলিভিশনের একটি টকশোতে এডভোকেট সুলতানা কামাল এ কথা বলেন । ‘একাত্তর মঞ্চ‘ নামের এই লাইভ টকশোর অন্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।