নিউজ ব্যাংক বাংলা :
‘কেন প্রধানমন্ত্রী মনে করেন, নির্বাচন নিয়ে অন্য রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে? ‘ -। একাত্তর টেলিভিশনের একটি টকশোতে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একপর্যায়ে বলেন, প্রধানমন্ত্রী ষড়যন্ত্র নিয়ে বলার বিভিন্ন কারণ রয়েছে।
একটি কারণ হলো, আমাদের ভৌগোলিক অবস্থান । আমরা এমন এক জায়গায় আছি যেখানে এই সাউথ ইস্ট এশিয়ার এই এশিয়া এশিয়ান ওসান। যেটির মধ্য দিয়ে বিশ্বের ৮০ শতাংশ পণ্য লেন দেন সম্পাদিত হয়। এটিতে সম্পৃক্ত চীন। আমরা টার্গেট নই,
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
মেইন টার্গেট চায়না। আমরা যদি চায়না দলভুক্ত হই তাহলে অন্যরা তা পর্যবেক্ষণ করছে । তবে আমরা বলছি আমাদের সঙ্গে সবার বন্ধুত্ব, আমরা কারো দলভুক্ত হতে চাইনি।
টকশোটিতে আরও আলোচনায় যুক্ত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ।
সঞ্চালনায় ছিলেন জুলহাস।