সাংবাদিক শ্যামল দত্ত স্রাইন কমিটির সভাপতি নির্বাচিত

Must Read

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া, নিউজ ব্যাংক বাংলা:

চট্টগ্রামের সাতকানিয়ার কৃতি সন্তান, দেশের স্বনামধন্য জাতীয়  দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত কক্সবাজারের মহেশখালীর আদিনাথ তীর্থ ও চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ তীর্থধাম পরিচালনায় নিযুক্ত স্রাইন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

 গত শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নতুন কার্যকরী কমিটির তিনি (শ্যামল)সভাপতি নির্বাচিত হন।

 শ্যামল দত্ত সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যাপক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য   অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, চেয়ারম্যান আবু ছালেহ, সনতনী সমাজের পক্ষ থেকে রুপ কুমার নন্দী খোকন, শ্যামল দত্ত, বিজয় কুমার নন্দী সাগর ও সাংবাদিক সুকান্ত বিকাশ ধর অভিনন্দন জানিয়েছেন। 

এদিকে, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে এর সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এক বিবৃতিতে  সিনিয়র সাংবাদিক শ্যামল দত্তকে অভিনন্দন জানিয়ে আদিনাথ তীর্থ ও  চন্দ্রনাথ তীর্থধাম পরিচালনায় তাঁর সাফল্য কামনা করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img