মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইরতা গ্রামে প্রতিষ্ঠিত নতুন ইরতা দরবারে সিলসিলা সাবেরিয়া ইফতেখারীয়া হাশমতীয়া শামসাদীয়ার হযরত শায়খ আফতাব ই বাঙ্গাল ওয়ালী উল্লাহ শাহ আল মারুফ আখতার আলী আল সাবেরী হাশমাতী শাসসাদীয়া কা. সে. আ. এর ১ম ওরশ শানি ই ওরশ আজাম উদযাপিত হয়।
গত ২৬ ডিসেম্বর, ১৩ জমাদিউস সানি ১৪৪৫ হি: মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত ওরশে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত সাবের আলী আল সাবেরী ইফতেখারী হাশমাতী কা. সে. আ. এর সর্বকনিষ্ঠ পুত্র পুরান ঢাকার পীর সাহেব বাড়ী খানকা ই হাশমাতীয়া মাহমুদীয়া এর গদ্দিনশীন শাফায়েত উল্লাহ খান চিশতি আল সাবেরী।
বাদ নামাজে যোহর থেকে শুরু হয় ফাতেহাখানি, মিলাদ শরিফ, চাদর পোসি ও মোনাজাত। ফাতেহা, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন নতুন ইরতা দরবার শরিফ ও বাগ-ই-হাশমাত খানকাই শামসাদীয়ার গদিনাশিন খলিফা-ই-আফতাব-ই-বাঙ্গাল শামস উদ্দীন শাহ জাহাঙ্গীর হাশমতী। সবার মাঝে তবাররুক বিতরণের মাধ্যমে শেষ হয় ওরছের কার্যক্রম।
.