মিরপুরে মওলা আলী (আ.)’র বেলাদত দিবস উদযাপিত

Must Read

নিউজ ব্যাংক বাংলা ডট কম :


চন্দ্রবর্ষের রজব মাসের ১৩ তারিখ মোতাবেক গত ৩১ জানুয়ারী বুধবার ছিল মওলা আলী আলাইহিমুস সালামের পবিত্র আবির্ভাব তথা বেলাদত দিবস।

মতভেদ থাকলেও এ কথা ঐতিহাসিক ভাবে বহুল স্বীকৃত যে, ২১ শে মার্চ ৫৯৯/৬০০ খ্রিষ্টাব্দে যখন রাসুলে করিম (সাঃ) এর বয়স ৩০ বৎসর, তখন ইসলামী চাঁদের রজব মাসের ১৩ তারিখ রোজ শুক্রবার পবিত্র কাবা ঘরের অভ্যন্তরে হযরত আলী (আঃ) এর শুভ জন্ম হয়। তিনিই একমাত্র ব্যাক্তি যার জন্ম আল্লাহ্‌র পবিত্র ঘর কাবা’তে হয় ।

পরবর্তিকালে, “আমি যার মাওলা, এই আলীও তার মাওলা”- গাদীর খুম্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)’র এ ঘোষণার মধ্যদিয়ে মওলা হিসাবে হযরত আলী (আ.)’র আভিষেক ঘটে এবং তার ইমামত এবং খিলাফত প্রতিষ্ঠায় পায়।

সেই হযরত মওলা আলী (আ.)’র জন্মদিবসটিকে স্মরণ করে ঢাকার মিরপুরস্থ দরবারে বাযমে হুসাইনী খানকাহে কাদেরিয়া সাত্তারিয়াতে এক বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

সিলসিলায়ে কাদেরিয়া সাত্তারিয়া চিশতীয়া গিয়াসিয়ার পীর, মুরীদ ও আশেক-ভক্তগনের সমন্বয়ে উক্ত মাহফিলে ছদারত করেন সে দরবারের পীর সাহেব সূফি শাহেনশাহ আল-হুসাইনী কাদেরী সাত্তারী চিশতী হাশেমী গিয়াসী ।

এতে অন্যান্য মেহমানগণের মাঝে উপস্থিত থেকে বিশেষ বক্তব্য রাখেন লাল কুটি মোহাম্মদীয়া দরবার শরীফ এর সাজ্জাদানশিন মোহাম্মাদ আহসান উল হাদি এবং বানিয়া নগর খানকাহ শরীফের সাজ্জাদানশিন সাফায়াত আলী খাঁন সাবেরী এছাড়া ও বাযমে মহাববাত এর সদস্য গণ সহ বেশ কিছু স্বনামধন্য দরবার শরীফ ও খানকা শরীফের পীর সাহেবগণ উপস্থিতি ছিলেন।

পরিশেষে খানকার পীর সাহেব সূফি শাহেনশাহ, দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

— বিজ্ঞপ্তি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img