গাজার গণহত্যা নিয়ে মার্কিনীদের গণতন্ত্র বুঝা যায়

Must Read

নিউজ ব্যাংক বাংলা:

প্রতিবছর বিচারবহির্ভূত হত্যা সহ গুলিতে এক হাজার মানুষ মারা যায় আমেরিকায়। তার  ৯৮.৩% এর কোনো বিচার হয় না ।‌ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যদি যথার্থ হতো তাহলে গাজার গণহত্যা নিয়ে পক্ষপাতিত্ব তাদের থাকত না।‌

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এ কথা বলেন।‌

একাত্তর টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন । টকশোতে অন্যদের মধ্যে আলোচন উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল।‌

 ক্যাপিটাল হিলে হামলার মাধ্যমে বোঝা গেল যে গণতন্ত্র তাদের কত নড়বড়ে।

নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক শেয়ার দিন, প্লিজ!

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মূলত আমাদের বিভাজনের সুযোগ নেন মার্কিনীরা। তাদের এদেশের এজেন্টদের দেওয়া বিভ্রান্তির উপর তারা হয়তো সিদ্ধান্ত নেন।

মার্কিন যুক্তরাষ্ট্র কি , তাদের পলিসি কি, তা আসলে অনেকাংশে তাদের নাগরিকটাও বুঝেন না। আমি নিজেও মার্কিনে পড়ালেখা করেছি , আমিও তাদের বুঝিনা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

বাবা ভান্ডারী’র ৮৯ তম ওরশ শরীফে লাখো ভক্তের ফরিয়াদ

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম: উপমহাদেশের প্রখ্যাত অলি, আধ্যাত্মিক সাধক শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী; প্রকাশ-বাবা ভান্ডারী কেবলার ৮৯তম...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img