গাজায় ইসরায়েলের ৬৫ সেনা নিহত

Must Read

ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের ৬৫ জন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল রোববার গাজার দক্ষিণাঞ্চলে আরও দুই সেনা নিহত হয়েছেন। এরমাধ্যমে মৃতের সংখ্যা ৬৫ জনে পৌঁছেছে।

গতকাল নিহত হওয়া দুই সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন প্যারট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ডেভির বারাজানি। ২০ বছর বয়সী এ সেনা জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

নিহত অপর সেনা হলেন প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সার্জেন্ট ইয়ানুন তামির। ২০ বছর বয়সী এ সেনা পারদেস হাননা-কার্কুরের বাসিন্দা ছিলেন।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর ইসরায়েলি সেনারা গাজায় স্থল অভিযান শুরু করে।

মূলত গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যত অবকাঠামো আছে, সেগুলো ধ্বংস করে দিতে ছোট্ট এ উপত্যকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসের অবকাঠামো ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সেনারা অনেকটাই সফল হয়েছেন। তবে হামাসকে পুরোপুরি নির্মূল করার যে পরিকল্পনা তারা হাতে নিয়েছিল; সেটি এখনো অর্জিত হয়নি। স্থল হামলা শুরুর পর প্রায় ২৫ দিন হয়ে গেলেও এখনো হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।

সূত্র: টাইমস অব ইসরায়েল

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img