নিউজ ব্যাংক বাংলা :
রমজানের প্রথম দিনে রাস্তায় ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) , পিপিএম (বার)।
পথচারী ও যাত্রী সাধারণ এই দৃশ্য দেখে পুলিশের প্রতি ইতিবাচক মনোভাব ধারণ করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক প্রশংসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে
ওসি মহসীন লিখেছেন,
“দায়িত্ব যেখানে, ইফতার সেখানে – এই নিয়মেই ইফতার করি আমরা। তাই সড়কই আমাদের ইফতারের প্রধান ভেন্যু। আজ আমাদের সেই ইফতারে যোগ দিলেন আমাদের অভিভাবক ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব হাবিবুর রহমান স্যার। আমাদের সাথে ইফতার করলেন, আমাদের মতো করেই, সড়কেই! উনিই আমাদের স্যার। উনিই আমাদের অভিভাবক।”
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
উল্লেখ্য, রমজানের প্রথম দিন সবার হাতে ফ্রি ইফতার শপের ইফতার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) । প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে ফ্রি ইফতার শপ।
চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়িত্ব পালন কালে এই ইফতার শপের কার্যক্রম শুরু করেন ওসি মোহাম্মদ মহসীন । এরপর তিনি বিভিন্ন স্থানে বদলি হলেও অব্যাহত রেখেছেন এর ধারাবাহিকতা। চুয়াডাঙ্গা, ডিএমপির উত্তরা পশ্চিম এবং সর্বশেষ মিরপুরেও চলে ফ্রি ইফতার শপ। এবার ফ্রি শপ থাকবে তেজগাঁওয়ে। চলবে পুরো রমজানব্যাপী। অসহায়, দুস্থ মানুষের পাশাপাশি পথচারী ও যাত্রীদের পাশে থাকবে তেজগাঁও পুলিশের এই ফ্রি ইফতার শপ।
রাস্তায় ইফতার ডিএমপি কমিশনারের…
https://www.facebook.com/share/r/jPJ13vfqTRcj9ohL/?mibextid=0VwfS7